ভুল চিকিৎসা দেয়ায় এক চিকিৎসককে কারাগারে পাঠানোর প্রতিবাদে চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
মঙ্গলবার থেকে প্রাইভেট ক্লিনিকগুলোতে চিকিৎসাসেবা বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। সেবা না নিয়ে ফিরে যাচ্ছেন তারা। অস্ত্রোপচারের পর ভুলে শরীরের ভেতর নিডল রেখে দেয়ার অভিযোগে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক সুরমান আলীর জামিন বাতিল করে সোমবার কারাগারে পাঠায় আদালত।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা প্রাইভেট চেম্বার ও ক্লিনিকে কোনো রোগীকে চিকিৎসা না দেয়ার সিদ্ধান্ত নেন।