সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউগাজীপুরে ট্যাপের পানি পান করে ৫ শতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুরে ট্যাপের পানি পান করে ৫ শতাধিক শ্রমিক অসুস্থ

GAZIPUR SICKগাজীপুরে ট্যাপের পানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৫ শতাধিক পোশাক শ্রমিক। বুধবার সকালে ভোগড়া বাইপাস এলাকার ‘স্টার লাইট’ নামের পোশাক কারখানায় সকালে নাস্তা খাওয়ার পর কারখানায় সরবরাহকৃত পানি খেয়ে একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়তে শুরু করে। শ্রমিকরা জানায়, পানি খাওয়ার পর থেকেই তাদের অনেকের বমি হয়। পরে তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।  পুলিশ জানায়, শ্রমিকরা সকালের নাস্তা খাওয়ার সময় কারখানার সরবরাহ লাইন থেকে পানি খাওয়ার পর পরই তারা অসুস্থ হয়ে পড়েন।  গাজীপুর সরকারি হাসপাতালের সিভিল সার্জন সৈয়দ হাবিবুল্লাহর জানিয়েছেন, ঠিক কি কারণে এ ধরণের সমস্যা হয়েছে তা পরীক্ষা নিরীক্ষার পর বলা যাবে।
শ্রমিক অসন্তোষ
এত শ্রমিক অসুস্থ হয়ে পড়ার পরও কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো রকম সহযোগিতা না পাওয়ায় বিক্ষোভ করেন শ্রমিকরা।  শ্রমিকদের অভিযোগ, সকালের নাস্তা খাওয়ার সময় কারখানার সরবরাহকৃত লাইন থেকে পানি পান করার পরই অসুস্থ হয়ে পড়েন বেশ কিছু শ্রমিক। একের পর এক কর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

বিজিএমইএ’র সহ সভাপতির বক্তব্য
পানিতে কীটনাশক থাকার কারণে গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করেছেন বাংলাদেশ পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র সহ সভাপতি এম এ মান্নান কচি।
সময় সংবাদকে তিনি আরো জানান, অসুস্থ শ্রমিকদের মধ্যে ৪০ জন এখন আশঙ্কামুক্ত।

আরও পড়ুন

সর্বশেষ