জনপ্রিয় ভিডিও শেয়ারিংয়ের ওয়েবসাইট ইউটিউব খুলে দেয়া হয়েছে। বন্ধ করে দেয়ার আট মাস পর ইউটিউবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হলো। ইসলাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’কে হেয় করে নির্মিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ এর জন্য গত বছরের সেপ্টেম্বরে ওয়েবসাইটটি বন্ধ করে দেয় সরকার। বিটিআরসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, ইউটিউব-এর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে, এ বিষয়ে গেটওয়েগুলোকে সার্বিক নির্দেশনা দেয়া হয়েছে।