বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
প্রচ্ছদটপদেশী-বিদেশী বিনিয়োগবান্ধব ৭টি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী

দেশী-বিদেশী বিনিয়োগবান্ধব ৭টি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী

PM PARLIAMENTদেশী-বিদেশী বিনিয়োগকে উৎসাহিত করতে দেশে ৭টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন নতুন বাজার খুঁজে জনশক্তি এবং পণ্য রপ্তানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। বুধবার বিকালে নবম জাতীয় সংসদের ১৮তম অধিবেশনের তৃতীয় দিনের শুরুতেই প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা বলেন, অর্থনৈতিক অঞ্চলে যারা গার্মেন্টস শিল্প গড়ে তুলতে চান তারা প্লট বরাদ্দ নিতে পারবে। তিনি আরো বলেন, অর্থনৈতিক অঞ্চলগুলো শুধু রাজধানী নির্ভর না করে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। বিশেষ করে বিদেশী ক্রেতাদের সুযোগ সুবিধার বিষয়টি লক্ষ্য রেখে এ ৭টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে বলে তিনি সংসদকে জানান। এদিকে, সন্ধ্যায় পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর একটি বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে প্রধান বিরোধী দল বিএনপি।

আরও পড়ুন

সর্বশেষ