জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে হবিগঞ্জের বিবিয়ানায় চারশো মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণসহ সোয়া সাত হাজার কোটি টাকার ৯টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের বৈঠকে অনুষ্ঠিত হয়।
বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ৩ হাজার তিনশো কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। জাপানের ঋণ সহায়তায় ২০১৬ সালে বিবিয়ানায় বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে যাবে। একনেকের সভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে প্রায় দেড় হাজার কোটি টাকার দুটি প্রকল্প অনুমোদন পায়।
এছাড়া সভায় সাভার নবীনগর থেকে ঢাকা ইপিজেড হয়ে চন্দ্রা সড়ক চার লেনে উন্নীতকরণ, নাটোর সড়ক ও বরিশালে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ঈশ্বরদী পাবনা ঢালারচর নতুন রেলপথ নির্মাণ এবং পাট ও কৃষি উন্নয়নে আলাদা দুটি প্রকল্পে অনুমোদন দেয়া হয়।