ম্যাচ ফিক্সিং নিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আশরাফুল কোনো ধরনের প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।
বিসিবি ভবনে মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে আগামী সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।