শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
প্রচ্ছদটপ'মুলতবি প্রস্তাব প্রত্যাখান প্রমাণ করে বিরোধী দলের আন্দোলনের প্রধান উদ্দেশ্য'

‘মুলতবি প্রস্তাব প্রত্যাখান প্রমাণ করে বিরোধী দলের আন্দোলনের প্রধান উদ্দেশ্য’

HANIF UPজাতীয় সংসদের ১৮তম অধিবেশনের প্রথম দিনে মুলতবি প্রস্তাব প্রত্যাখান করে বিরোধী দল প্রমাণ করেছে, তত্ত্বাবধায়ক নয় যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করাই তাদের রাজপথের আন্দোলনের প্রধান উদ্দেশ্য, অভিযোগ করলেন আওয়ামী লীগ নেতারা।

মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের যৌথসভায় এ অভিযোগ করেন আওয়ামী লীগ নেতারা।  এসময় আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম গণতান্ত্রিক সব রাজনৈতিক দলকে নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান জানান।

তারা আশা করেন, মুলতবি প্রস্তাব প্রত্যাখান করলেও নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে বিরোধী দল সংসদে খোলামেলা আলোচনার মধ্য দিয়ে সঙ্কট সমাধানে এগিয়ে আসবে।

আরও পড়ুন

সর্বশেষ