সংগঠনের সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে দক্ষিণ চট্টগ্রামে মঙ্গলবার আধাবেলা হরতাল ডেকেছে ছাত্রশিবির।
সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আজিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
এতে বলা হয়,‘ছাত্রশিবিরের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার আধাবেলা হরতালের ডাক দেয়া হয়েছে।’
সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, পটিয়া, বাঁশখালী, বোয়ালখালী এবং চন্দনাইশে হরতাল পালিত হবে বলে এতে জানানো হয়।
প্রসঙ্গত, রোববার গভীর রাতে চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকা থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবির সভাপতি তারেক হোসাইনকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় হরতালে ভাংচুর ও নাশকতার মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।