মঙ্গলবার, মে ১৪, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপোর্ট সিটি ইউনিভার্সিটির ৩৪ তম সিন্ডিকেট সভা

পোর্ট সিটি ইউনিভার্সিটির ৩৪ তম সিন্ডিকেট সভা

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ নূরল আনোয়ারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ৩৪ তম সিন্ডিকেট সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় একাডেমিক কাউন্সিল কর্তৃক সুপারিশকৃত সকল প্রোগ্রামের স্প্রিং–২০২৩ ট্রাইমেস্টার এবং স্প্রিং–২০২৩ সেমিস্টারের চূড়ান্ত ফলাফল অনুমোদন এবং বিবিএ, এমবিএ, ফ্যাশন ডিজাইন, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং,  সিএসই,  এমসিএসই,  ইইই, ইংরেজি (অনার্স),  ইংরেজি (মাস্টার্স),  এলএলবি,  এলএলএম,  জার্নালিজম (অনার্স)  এবং জার্নালিজম (মাস্টার্স)  প্রোগ্রামের মোট ৫৬৯ জন  শিক্ষার্থীকে ডিগ্রি প্রদানের অনুমোদন দেয়া হয়।

এছাড়াও সাতটি বিভাগে নব নিযুক্ত ১৫ জন শিক্ষকের নিয়োগ, আটটি বিভাগের ১১ জন শিক্ষকের পদোন্নতি, আটটি বিভাগের ১৩ জন শিক্ষকের চাকুরি স্থায়ীকরণ অনুমোদন দেয়া হয়। ফল–২০২২ ট্রাইমেস্টার এবং স্প্রিং ২০২৩ সেমিস্টারে মোট ১৬৩ জন শিক্ষার্থীকে মুত্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ–তাত্ত্বিক গোষ্ঠী, মেধাভিত্তিক, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী, খেলোয়ার ও অন্যান্য কোটায় ৫৭৫৭৪৮ (পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার সাতশত আটচল্লিশ) টাকার বৃত্তি সভায় অনুমোদন দেয়া হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তাহমিনা খাতুন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং একাডেমিক ও প্রশাসনিক এডভাইজার প্রফেসর ড. এম মজিবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, ইউজিসি কর্তৃক মনোনীত সিন্ডিকেট সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, শিক্ষা মন্ত্রানালয় কর্তৃক মনোনীত সিন্ডিকেট সদস্য ড. সৈয়দ ইমামুল হোসাইন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, ব্যবসায় অধ্যয়ন অনুষদের ডীন প্রফেসর ড. মো: ফসিউল আলম, রেজিস্ট্রার মো: ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ সেলিম হোসেন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি তৌফিকা আমরিন। প্রেস বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

সর্বশেষ