বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
প্রচ্ছদআরো খবর......দুপুরে প্রধানমন্ত্রী শিবচরে যাচ্ছেন

দুপুরে প্রধানমন্ত্রী শিবচরে যাচ্ছেন

মাদারীপু প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)
প্রায় ১১শ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতুর সংযোগ সড়কের নির্মাণ কাজ উদ্বোধনের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদারীপুরের শিবচর আসছেন। এছাড়াও প্রধানমন্ত্রী শিবচরের ২৫টি উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন  ও ভিত্তিপ্রস্তর স্থাপণ করবেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শিবচরসহ জেলার সর্বত্রই সাজ সাজ রব উঠেছ। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করেছে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবচর পৌঁছবেন। সেখানে তিনি প্রথমে জাজিরা-শরীয়তপুর পয়েন্টে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে প্রায় ১১শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতুর ৪ লেন বিশিষ্ট সংযোগ সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করবেন। পরে তিনি শিবচরের ২৫টি উন্নয়ন কাজরে উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপণ করবেন।
মাদারীপুরের জেলা প্রশাসক জেএসএম জাফরউল্লাহ্ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরকালে শিবচর উপজেলা কমপ্লেক্স ভবন, প্রতিবন্ধী ছেলেদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, উপজেলা খাদ্য গুদাম, উপজেলা ফায়ার সার্ভিস কার্যালয়,শিবচর দাদাভাই উপ-শহর,উপজেলা আওয়ামী লীগ কার্যালয়,শেখ ফজিলাতুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের ভবন, পদ্মা নদীর শাখা বিলপদ্মার উপর নাজেম খা সেতু ও  ইলিয়াস আহমেদ চৌধুরী দাদাভাই পৌর মার্কেট উদ্বোধন করবেন।
মাদারীপুরের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম বলেন, নিরবিচ্ছিন্ন নিরাপত্তার জন্য এরই মধ্যে পুলিশ প্রশাসনসহ ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর বক্তব্যে নির্দেশনা আশা করছে দল-মত নির্বিশেষে মাদারীপুর জেলাসহ দেশের সাধারণ মানুষ। এই প্রত্যাশারইর প্রতিফলন হয় এমনটাই আশা করছেন জেলাবাসী।
আরও পড়ুন

সর্বশেষ