বুধবার, মে ১৫, ২০২৪
প্রচ্ছদআরো খবর......দুদকের ক্ষমতা খর্ব করা হয়েছে : দুদক চেয়ারম্যান

দুদকের ক্ষমতা খর্ব করা হয়েছে : দুদক চেয়ারম্যান

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

দুর্নীতি দমন কমিশন (দুদক) (সংশোধন) বিল-২০১৩ জাতীয় সংসদে পাস হওয়া হতাশা প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান। এই আইনে দুদকের ক্ষমতা খর্ব করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।  সোমবার দুপুর আড়াইটায় সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দুদক চেয়ারম্যান এই হতাশা ব্যক্ত করেন। দুদক চেয়ারম্যান বলেন, ‘জাতীয় সংসদে পাস হওয়া দুদক আইনের সংশোধনী বাংলাদেশের সংবিধান এবং দুদক আইন-২০০৪ এর ২৪ ধারার সঙ্গে সাংঘর্ষিক। তাই বিষয়টি নিয়ে আমি হতাশ।

প্রসঙ্গত, রোববার জাতীয় সংসদে পাস হয় বহুল আলোচিত দুর্নীতি কমিশন বিল। সংশোধিত আইনের কারণে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হিমশিম খেতে হবে দুর্নীতি দমন কমিশনকে। কারণ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে হলে ব্যুরোর আমলের মতোই সরকারের পূর্বানুমতি নিতে হবে। এমন আইনের কারণে দুদকের কার্যক্রমে স্থবিরতা নেমে আসবে এবং প্রতিষ্ঠানটির ওপর রাজনৈতিক প্রভাব বাড়বে বলে মনে করছেন দুদক কর্মকর্তারা।

আরও পড়ুন

সর্বশেষ