সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট

৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট

ষ্টাফ রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

নির্দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন দাবিতে এবার ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে ১৮ দলের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে আগামী ১০, ১১ ও ১২ নভেম্বর অর্থাৎ রোববার সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা সারাদেশে টানা হরতাল পালন করবে ১৮ দল। গত দুই সপ্তাহে ৬০ ঘন্টা করে হরতাল দিয়েছিল ১৮ দলীয় জোট। ঐ দুই দফায় টানা ৬০ ঘণ্টার হরতালের পর এবার টানা ৭২ ঘন্টার হরতালের ফাঁদে পড়েছে দেশ।

এর আগে একই দাবিতে ৪ থেকে ৬ নভেম্বর টানা হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এ হরতালের প্রথম দুই দিন সারা দেশে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। তার আগে ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর হরতাল দেয় ১৮ দল। এ হরতালে সহিংসতায় সারা দেশে নিহত হয় কমপক্ষে ১১ জন।

আরও পড়ুন

সর্বশেষ