সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউনির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে রাষ্ট্রপতির কাছে সেনা বাহিনী চাওয়া হবে :...

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে রাষ্ট্রপতির কাছে সেনা বাহিনী চাওয়া হবে : প্রধান নির্বাচন কমিশনার

সংলাপের জন্য আাগমী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা থেমে থাকবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ। বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবলায়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। সেনা মোতায়েনের বিষয়ে তিনি বলেন, বিগত সকল নির্বাচনে সেনা বাহিনী ছিল। সুষ্ঠু নির্বাচনের জন্য তারা মাঠে ছিল। তাই আগামী নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে রাষ্ট্রপতির কাছে সেনা বাহিনী চাওয়া হবে।

বিএনএফের নিবন্ধনের বিষয়ে ইসি বলেন, বিএনএফের নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। তাদের কাগজপত্র পর্যালোচনা করে সব কিছু সঠিক পাওয়া গেছে। আগামী কয়েক দিনের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর তাদের নিবন্ধন প্রদান করা হবে। জামায়াতের নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, জামায়াতের নিবন্ধন বাতিলের হাইকোর্টের রায় আজ আমরা হাতে পেয়েছি। রায় পর্যালোচনা করে জামায়াতের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ