শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়ব্যবসায়ী নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

ব্যবসায়ী নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে শনিবার রাত ৯টা ৪০মিনিটে  ব্যবসায়িক নেতারা বৈঠকে বসেন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।  ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ভাইস প্রেসিডেন্ট হেলাল উদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার দেশের বিরাজমান রাজনৈতিক সঙ্কটে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে এফবিসিসিআই। দুইনেত্রীকে সংলাপে বসতে চাপ সৃস্টি করার কথা জানান ব্যবসায়ী নেতারা।

দেশের চলমান অস্থিরতার প্রেক্ষাপটে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছে। বৈঠকে ৫০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। আগামী নির্বাচন নিয়ে চলমান সংকট ও বিরোধী দলের হরতালসহ নানা কর্মসূচির ফলে অর্থনীতির উদ্ভূত পরিস্থিতির বিষয়ে আলোচনা করতে ব্যবসায়ী নেতারা বিরোধী দলীয় নেতার সঙ্গে এই বৈঠকে বসেছেন বলে জানা গেছে। বৈঠকে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আকরাম হোসেন, এম এ কাশেম, আবদুল আউয়াল মিন্টু, ইউসুফ আবদুল্লাহ হারুন, মীর নাসির হোসেন, আনিসুল হক, এ কে আজাদ ছাড়াও এফবিসিসিআইয়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন।

এমসিসিআইয়ের সভাপতি রোকেয়া আফজাল রহমান, বিজেএমইএর সভাপতি আতিকুল ইসলাম, ডিসিসিআইয়ের সভাপতি সবুর খান, বিটিএমএ’র সভাপতি জাহাঙ্গীর আলামিন, বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভানেত্রী নাসরিন আউয়াল মিন্টু উপস্থিত আছেন। অন্যদের মধ্যে উপস্থিত আছেন বিজেএমইর সাবেক সভাপতি এস এম ফজলুল হক, কাজী মুনিরুজ্জামান, বায়রা‘র সাবেক সভাপতি আবুল কাশেম হায়দার এবং এফবিসিসিআইয়ের কর্মকর্তাদের মধ্যে প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ ব্যবসায়ী নেতা।

খালেদা জিয়ার সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক, সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকত উল্লাহ বুলু প্রমুখ উপস্থিত আছেন।

আরও পড়ুন

সর্বশেষ