সোমবার, মে ২০, ২০২৪
প্রচ্ছদজাতীয়করোনা ভাইরাসের কারণে ওমরাহ যাত্রীদের প্রবেশ স্থগিত করলো সৌদি আরব

করোনা ভাইরাসের কারণে ওমরাহ যাত্রীদের প্রবেশ স্থগিত করলো সৌদি আরব

করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে ওমরাহ যাত্রী ও মসজিদে নববী ভ্রমণকারীদের জন্য সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়। বিবৃতিতে বলা হয়েছে, করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় সৌদি আরবে যারা ওমরাহ পালন করতে চাচ্ছেন বা মদিনায় মসজিদে নববীতে যেতে চাচ্ছেন তাদের প্রবেশাধিকার অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি সৌদি আরবের ইংরেজি দৈনিক আরব নিউজ ও সৌদি গেজেট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে শনাক্ত হওয়ার পর মাত্র তিন মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯)। সংক্রামক ভাইরাসটি এরইমধ্যে দুই হাজার সাতশ ১১ জনের  মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছে ৮০ হাজার তিনশ ৮৬ জন। ভাইরাসটির বিস্তার ৪৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন

সর্বশেষ