রবিবার, মে ১২, ২০২৪
প্রচ্ছদখেলার সময়বিসিবির নির্বাচনী তফসিল পরিবর্তন আপিল নাকচ

বিসিবির নির্বাচনী তফসিল পরিবর্তন আপিল নাকচ

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি) ঘোষিত তফসিল  পরিবর্তন করেননি আপিল বিভাগ। আপিল বিভাগে এ সংক্রান্ত আবেদনটি নাকচ হয়ে যাওয়ায় এখন আগামী ১০ অক্টোবরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে এ বিষয়ে আদালতে বিচারাধীন আপিলে পক্ষভূক্ত হতে সাবের হোসেন চৌধুরীর আবেদন নথিভূক্ত করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বাদীপক্ষে  শুনানি করেন , ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম। বিসিবির পক্ষে ছিলেন, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ব্যারিস্টার ফজলে নুর তাপস, ব্যারিস্টার মো. মেহেদি হাসান চৌধুরী । বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর পক্ষে ছিলেন এএম আমিন উদ্দিন।

মো. ইকরামুল হক টুটুল এ বিষয়ে সাংবাদিকদের বলেন, আদালতে নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য আবেদন করা হয়েছিলো। এই আবেদন খারিজ করা হয়েছে। এছাড়া পক্ষভূক্ত হতে আরেকটি আবেদন করা হয়েছে, যা নথিভূক্ত রাখা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ