শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনখালেদা জিয়াকে হত্যা চেষ্টা ।। সাবেক ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের সাক্ষ্যগ্রহণ আজ

খালেদা জিয়াকে হত্যা চেষ্টা ।। সাবেক ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের সাক্ষ্যগ্রহণ আজ

 আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গ্রেনেড ছুঁড়ে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাক্ষ্য দিবেন সাবেক ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান। আজ মঙ্গলবার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তিনি এ সাক্ষ্য দেবেন। ঐ ঘটনায় গ্রেপ্তার হওয়া জামায়াতুল মুজাহিদিন (জেএমবি) সদস্য আবু ছালেহ মোহাম্মদ মাসুমের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করেছিলেন তিনি। জবানবন্দিটি রেকর্ড করা হয় ২০০৯ সালের ২৭ জানুয়ারি।এ ব্যাপারে ওই আদালতে দায়িত্বরত অতিরিক্ত মহানগর পিপি এডভোকেট অশোক কুমার দাশ বলেন, ওই মামলায় আজ সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে। ২০০৮ সালের ২৩ ডিসেম্বর চান্দিনায় খালেদা জিয়ার পথসভায় গ্রেনেড ছুঁড়ে তাকে হত্যা চেষ্টার পরিকল্পনা হয়েছিল। র‌্যাবের অভিযান থেকে জানা যায়, ২৩ ডিসেম্বর পথসভা শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে চান্দিনা এলাকার একটি বাড়ি থেকে জেএমবি সদস্য নঈম ও আনসারীকে গ্রেপ্তার করা হলে বিষয়টি প্রকাশ পেয়ে যায়। পরে অবশ্য ওই স্থানে খালেদা জিয়ার পথসভা বাতিল করে দেয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদের সুত্র ধরে ৩০ ডিসেম্বর মাসুমকে তার নোয়াখালীর বাড়ি থেকে গ্রেপ্তার করে টেরীবাজারস্থ তার রুমে অভিযান চালানো হয়। ওই অভিযানে অপর জেএমবি সদস্য খোরশেদসহ বিপুল পরিমাণ গ্রেনেড উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর হচ্ছে ৫৫(১২)০৮। আলোচিত মামলাটির বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে আজ সাক্ষ্য দিবেন ম্যাজিস্ট্রেট মাহাবুব

আরও পড়ুন

সর্বশেষ