বুধবার, মে ১৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়রংপুর তৃণমূল নেতাদের প্রার্থী জয়!

রংপুর তৃণমূল নেতাদের প্রার্থী জয়!

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

শুক্রবার রাতে আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ধারাবাহিক মতবিনিময় সভায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে রংপুর-৩ (সদর) আসনে প্রার্থী করার দাবি জানিয়েছেন রংপুর জেলার তৃণমূল নেতারা। আগামী নির্বাচনে মহাজোটগতভাবে নির্বাচন করার দাবিও জানান তারা। মতবিনিময় সভায় রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা এবং পাবনা জেলার নেতারা অংশ নেন।

এছাড়া তৃণমূল নেতারা আগামী নির্বাচনে পাবনা-২ আসনের সংসদ সদস্য একে খন্দকারকে বয়সের কারণে ও পাবনা-৩ আসনের মকবুল হোসেনকে জনবিচ্ছিন্নতার কারণে প্রার্থী না করার দাবি জানিয়েছেন বলে জানা গেছে। পাবনা-৪ আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের মারপিট ও গ্রুপিং সৃষ্টির অভিযোগও করা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, রংপুর জেলা, মহানগর ও ৮টি উপজেলার নেতারা জয়কে প্রার্থী করার দাবি জানিয়েছেন। রংপুর-৩ থেকে জয়কে প্রার্থী করলে তার ইমেজ পুরো রংপুরে প্রভাব ফেলবে বলে দাবি করেছেন নেতারা। এতে রংপুরের অন্য জেলাগুলোতেও আওয়ামী লীগ চাঙ্গা হয়ে উঠবে বলে মনে করছেন তারা। উল্লেখ্য, জয় রংপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য।

সভানেত্রী শেখ হাসিনাকে রংপুর-৬ আসন থেকে নির্বাচন করার অনুরোধও জানানো হয়েছে এ মত বিনিময় সভায়।

আরও পড়ুন

সর্বশেষ