সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউদেশজুড়ে বাড়তি নিরাপত্তা, গ্রেফতার অভিযান

দেশজুড়ে বাড়তি নিরাপত্তা, গ্রেফতার অভিযান

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার সাজার বিরুদ্ধে আপিলের রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ দেশেজুড়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।

সোমবার সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। একই সাথে দেশজুড়ে চলছে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান। গত রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই অভিযানে নামেন।

সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয় বাড়তি পুলিশ সদস্য। একই সাথে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারিও। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে সাধারণ পথচারীদেরকেও তল্লাশি করা হয়। আদালত চত্বরেও প্রবেশে সতর্কতা আরোপ করা হয়। হাইকোর্ট এলাকায় প্রবেশে তল্লাশি করা হয়। গত রাতেও রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশির দৃশ্য চোখে পড়ে।

মহানগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিউজ ইভেন্ট ২৪ ডটকমকে বলেছেন, তাদের ওপর সতর্ক থাকার নির্দেশ রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ