বুধবার, মে ৮, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনস্বাস্থ্যমন্ত্রী নাসিমের সাথে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের মতবিনিময়

স্বাস্থ্যমন্ত্রী নাসিমের সাথে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের মতবিনিময়

৫ নভেম্বর ২০১৭ খ্রি. দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী ও জাতীয় নেতা এম মনসুর আলীর পুত্র মোহাম্মদ নাসিম এমপি’র সাথে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম এর নেতৃত্বে নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। মতবিনিময়ে স্বাস্থ্যমন্ত্রী বঙ্গবন্ধু ও তার পিতা সহ জাতীয় নেতাদের স্মৃতি জাগরুক রাখতে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, স্বাধীন দেশ বাংলাদেশের সকল নাগরিককে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা থাকতে হবে। নয়তো অকৃতজ্ঞ হিসেবে চিহ্নিত হতে হবে। জনাব নাসিম বলেন, পাকিস্তানী হানাদার ও দখলদার বাহিনীর কবল থেকে দেশকে মুক্ত ও স্বাধীন করার পেছনে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানের অবদান জাতি কোন দিন ভুলতে পারে না। প্রজন্ম পরম্পরায় জাতীয় নেতাদের ইতিহাস ঐতিহ্য ও অবদান সম্পর্কে সাধারণের মাঝে তুলে ধরতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের নেতৃত্বে প্রতি আহবান জানান। মতবিনিময়কালে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম  বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের প্রতিষ্ঠা কাল থেকে বিগত ১০ বছরের কার্যক্রম তুলে ধরেন।
এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, জসিম উদ্দিন, জামাল উদ্দিন, আসিফ ইকবাল, বোহান উদ্দিন গিফারী ও রাশেদ মাহমুদ পিয়াস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ