শনিবার, জুন ১, ২০২৪
প্রচ্ছদটপপটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আর নেই

পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আর নেই

পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান খান মোশাররফ হোসেন (৬২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দিবাগত রাত ১২টার দিকে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোশাররফ হোসেন। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন বিষয়টি জানিয়েছেন।

কাজী আলমগীর হোসেন জানান, আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন হৃদরোগ, চোখের সমস্যাসহ, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। চেন্নাইয়ে যাওয়ার আগে তিনি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ