রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়বরগুনা উপনির্বাচন: আজ থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ শুরু

বরগুনা উপনির্বাচন: আজ থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ শুরু

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বরগুনা-২ আসনের উপ-নির্বাচনে মঙ্গলবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ করতে পারবেন।  প্রতিটি ফরমের মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা। ২ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে।

 সোমবার গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস সাংবাদিকদের এ তথ্য জানান। ২ সেপ্টেম্বর রাতে গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়ে দলের সংসদীয় বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

 সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, কাজী জাফর উল্লাহ এই সভায় উপস্থিত ছিলেন। সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্য গোলাম সবুর টুলুর মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৩ অক্টোবর নির্বাচনের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

সর্বশেষ