রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়সিঙ্গাপুরে ৫০-৬০ হাজার টাকায় লোক পাঠানো হবে: মোশারফ

সিঙ্গাপুরে ৫০-৬০ হাজার টাকায় লোক পাঠানো হবে: মোশারফ

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

প্রবাসীকল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন বলেছেন, সিঙ্গাপুরে ৫০-৬০ হাজার টাকায় লোক পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রশিক্ষিত জনশক্তি সরকারীভাবে সিঙ্গাপুরে পাঠানো হবে। সিঙ্গাপুরে আরো একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা করার আশ্বাস দেন এবং সিঙ্গাপুরের শ্রম বাজার কোন কারণে নষ্ট হোক বাংলাদেশ এটা চায়না।

রবিবার সন্ধ্যায় সিঙ্গাপুর বাংলাদেশ হাই কমিশনের কনফারেন্স রুমে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশি শ্রমিকদের অয়েল ফেয়ার এসোসিয়েশন ফান্ড গঠন করার আশ্বাস দেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তিনি বলেন, সিঙ্গাপুরে লোক নেয়ার নামে যারা লাখ লাখ টাকা নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর জাফর আহমেদ , জনশক্তি কর্ম সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম সামছুন নাহারসহ সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার , কমিশনের কর্মকর্তা কর্মচারী এবং আমন্ত্রিত বাংলাদেশ সোসাইটির নেতারা।

আরও পড়ুন

সর্বশেষ