সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদজাতীয়তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে অশান্তি দূর হবে: ইউনূস

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে অশান্তি দূর হবে: ইউনূস

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে দেশ থেকে অশান্তি দূর হবে। তাই প্রধান দু’দলের মধ্যে এ বিষয়ে সমঝোতা হওয়া জরুরি বলে মনে করেন ডক্টর মুহাম্মদ ইউনূস।

এ ব্যাপারে তিনি উদ্যোগ নেবেন কিনা, তা স্পষ্ট না করলেও সরকারও তাঁর সাথে দেখা করে মতামত নিতে পারে বলেও জানান নোবেলজয়ী এ অর্থনীতিবিদ। সকালে ইউনূস সেন্টারে কল্যান পার্টির প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন দেশে নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নিয়েই মূলত অশান্তি চলছে। সবদলের অংশগ্রহনে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দলগুলোকে তাই আলোচনা করে পদ্ধতি ঠিক করতে হবে।

এ বিষয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে তার বৈঠক হলেও ক্ষমতাসীন দলের সাথে আলোচনা হবে কিনা জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন তিনি কারো সাথে গিয়ে দেখা করছেন না। তার সাথে আলোচনা করতে আসছে অনেক দল। সরকার প্রয়োজন মনে করলে তারাও আসতে পারে । যে কোনো ইস্যুতে আলোচনা হতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ