শুক্রবার, মে ৩১, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবন্ধন লিও ক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

বন্ধন লিও ক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

Bandhan Leo Club pic 2লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের ক্লাব নেতৃবৃন্দের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১২ জুলাই নগরীর একটি রেস্টুরেন্টে দুই পর্বের সাজানো অনুষ্ঠানে দায়িত্ব হস্তান্তরের পাশাপাশি লিও জেলার নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে বরণ করে নেয়া হয়। লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের বিগত সেবা বর্ষের সভাপতি মনির হোসেন বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম পর্বে বিগত সেবা বর্ষের সেবা কার্যক্রমের উপর বিস্তারিত আলোকপাত করেন ক্লাব নেতৃবৃন্দ। ক্লাবের বিভিন্ন অর্জন ও সফলতার জন্য নেতৃবৃন্দ সভাপতিকে অভিনন্দন জানান। বিদায়ী সভাপতি ক্লাবের ফাইল, সকল প্রকার রিপোর্ট এবং গংগবেলসহ অন্যান্য সামগ্রী নব নির্বাচিত নেতৃবৃন্দের নিকট হস্তান্তর করেন। নব নির্বাচিত সভাপতি লিও বিদ্যুৎ সেন এর সভাপতিত্বে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও ক্লাবস চেয়ারপার্সন লায়ন গাজী মোঃ শহীদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও ইয়ূথ এক্সচেঞ্জ চেয়ারম্যান লায়ন আনিসুল হক চৌধূরী, লিও জেলার প্রাক্তন সভাপতি লায়ন মামুনুর রশিদ মামুন, লিও আবুল খায়ের, বন্ধন লায়ন্স ক্লাবের সেক্রেটারী আবু তাহের, ট্রেজারার সুলতান আহম্মদ, লিও জেলার সভাপতি সাইফুল করিম আরিফ।

বন্ধন লিও ক্লাবের সেক্রেটারী রাসেল সুমন’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিও জেলার কেবিনেট সেক্রেটারী জাহিদুল আলম সাকিব, ট্রেজারার শাহরিয়ার ইকবাল, হেড কোয়ার্টার-১  কামরুল হাসান শিশির, বন্ধন লিও ক্লাবের আবু মোঃ ফয়সাল রানা, সাজ্জাদ আলী, ওয়াহিদ আমান খান, আবু বক্কর সিদ্দিক লিটন, ফরহাদ আল মাহিন, শাফায়েত মারুফ আবির, নুরুদ্দিন কাদের রিয়াদ, রাসেল সুমন, আবদুল্লাহ আল মারুফ, হাসান তারেক চৌধূরী প্রমুখ। সভায় নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ক্লাবের সেবা কার্যক্রম আরো গতিশীল করতে সময়োপযোগী কর্মসূচী গ্রহনের আহবান জানান অতিথিরা। আগামীতে ক্লাব ও জেলার কার্যক্রমে সকলের অংশ গ্রহণের মধ্য দিয়ে সফল একটি সেবা বর্ষ উপহার দেয়ার তাগিদ দেয়া।

আরও পড়ুন

সর্বশেষ