বুধবার, মে ৮, ২০২৪
প্রচ্ছদটপনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পরিবেশ তৈরি করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পরিবেশ তৈরি করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান

সব দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পরিবেশ তৈরি করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান এই আহ্বান জানান। শামসুজ্জামান দুদু বলেন, ‘সময় বেশি নাই। আলোচনার টেবিলে আসেন, উদ্যোগ নেন। দেশনেত্রী খালেদা জিয়াসহ অন্যান্য বিরোধীদলের সঙ্গে আলোচনায় বসুন। যদি আলোচনায় বসতে ব্যর্থ হন, বিএনপি দায়িত্ব নেবে না। যে ঝড় উঠবে ২০১৪-এর ৫ জানুয়ারির মতো সেই আন্দোলন না, এই ঝড়ে তছনছ হয়ে যাবে। এই ঝড়ে সত্য প্রতিষ্ঠিত হবে। এই ঝড়ে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে।’

দেশবাসী নির্দলীয়-নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায় দাবি করে বিএনপির এই নেতা বলেন, সরকার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পরিবেশ সৃষ্টির উদ্যোগ গ্রহণে ব্যর্থ  হলে তা দেশের জন্য ভালো হবে না। আর এর দায় সরকারকে নিতে হবে।  বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার-নির্যাতন বন্ধ করে আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করে দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করতেও সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

আরও পড়ুন

সর্বশেষ