বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
প্রচ্ছদজাতীয়রাজধানীর গুলিস্তানে হকার্স মার্কেটের অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর গুলিস্তানে হকার্স মার্কেটের অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর গুলিস্তানের পুরান বাজার হকার্স মার্কেটের দ্বিতীয় তলার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। মঙ্গলবার সকালে পুলিশের সহায়তায় ওই মার্কেটে অভিযান চালায় সিটি করপোরেশন। এ সময় অভিযানের বিরুদ্ধে স্লোগান দেন স্থানীয় হকাররা। অভিযানের বিরোধিতা করে মিছিলও বের করেন তাঁরা। পরে পুলিশের সহায়তায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুর শোয়েব পুরান বাজার হকার্স মার্কেটের দ্বিতীয় তলায় থাকা অবৈধ স্থাপনা দোকান মালিকদের সরিয়ে নিতে বলেন। ম্যাজিস্ট্রেটের কথা অনুযায়ী অবৈধ স্থাপনায় থাকা মালামাল সরিয়ে নেন ব্যবসায়ীরা। অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘দোতলা ও তিনতলায় কিছু টিনশেড অবৈধ দোকান রয়েছে, আমরা সেগুলো উচ্ছেদ করতে এসেছি। এখানে কতিপয় ব্যক্তি, যারা অবৈধভাবে দখলে ছিল, তাদের আমরা উচ্ছেদ করেছি। চেষ্টা করব আজকে শেষ করার জন্য। যদি আজকে শেষ করতে না পারি, পরে আমরা এটা শেষ করব।

আরও পড়ুন

সর্বশেষ