সোমবার, মে ২০, ২০২৪
প্রচ্ছদটপহানিফ ফ্লাইওভারের সিঁড়ি অপসারণ করতেই হবে

হানিফ ফ্লাইওভারের সিঁড়ি অপসারণ করতেই হবে

রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের সায়দাবাদ-যাত্রাবাড়ী অংশের বিভিন্ন স্থানে বসানো সিঁড়ি অপসারণ করতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হানিফ ফ্লাইওভারের ঠিকাদারি প্রতিষ্ঠানটির করা লিভ টু আপিল খারিজ করে সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, গত ৩১ মে ফ্লাইওভারে বসানো ওই সিঁড়িগুলো অপসারণে দুই সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ। সড়ক ও সেতু সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকার পুলিশ কমিশনার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ ও হানিফ ফ্লাইওভার নির্মাণকারী প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। একই সঙ্গে সিড়ি বসানো কেন বেআইনি হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করেন হাইকোর্ট।

প্রসঙ্গত, গত ২৮ মে একটি দৈনিকে ‘মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার: কেউ অবৈধ সিঁড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না!’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি বিবেচনায় নিয়ে স্বতঃপ্রণোদিত হাইকোর্ট রুলসহ অপসরণের আদেশ দেন। পরে এ আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে (লিভ টু আপিল) আবেদন করে ঠিকদারি প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

সর্বশেষ