রবিবার, জুন ২, ২০২৪
প্রচ্ছদজাতীয়কোস্টগার্ডের সাবেক পরিচালক গ্রেপ্তার

কোস্টগার্ডের সাবেক পরিচালক গ্রেপ্তার

রাষ্ট্রের প্রায় সাড়ে ৭ কোটি টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে কোস্টগার্ডের সাবেক পরিচালক মো. মোস্তুাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার ভোররাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ১৯৯৮ সালের ২রা আগস্ট রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা একটি মামলায় তাকে আটক করা হয়। এর আগে গত ২৯ সেপ্টেম্বর কোস্টগার্ডের সাবেক মহাপরিচালক (ডিজি) কমোডর (অব.) সফিক-উর-রহমানকে একই মামলায় গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কোস্টগার্ডের নামে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ১৯৯৬-৯৭ ও ৯৭-৯৮ অর্থবছরে ১১ হাজার ১০০ টন গম বরাদ্দ করা হয়। নীতিমালা অনুযায়ী ওই গম বিক্রয় করার সুযোগ ছিল না। জরুরি প্রয়োজনে বরাদ্দকৃত গমের ২৫ শতাংশ সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করা যেত। কিন্তু ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টরা সম্পূর্ণ গম সরকারি মূল্য ১১.৬৪ টাকার স্থলে ৫ টাকা দরে বিক্রয় করে দেন। এতে রাষ্ট্রের ৭ কোটি ৩৭ লাখ ৪ হাজার টাকা আর্থিক ক্ষতি ও আত্মসাৎ করা হয়। পরে ওই মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন সফিক-উর-রহমান। রিটের নিষ্পত্তি হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারিক আদালত।

আরও পড়ুন

সর্বশেষ