শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদটপরবি-এয়ারটেল একীভূত করার প্রস্তাবে প্রধানমন্ত্রীর অনুমোদন

রবি-এয়ারটেল একীভূত করার প্রস্তাবে প্রধানমন্ত্রীর অনুমোদন

বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি এবং এয়ারটেলের ব্যবসা একীভূত করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী সোমবার এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, আজই সোমবার সার-সংক্ষেপ হাতে পেয়েছি। এখন আমরা বিটিআরসির কাছে পাঠাবো, তারা নির্দেশনা জারি করবে। গত ১৩ জুলাই সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের বৈঠকে একীভূতের জন্য মার্জার ফি একশ’ কোটি টাকা নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, একীভূত কেম্পানিকে এই মার্জার ফি গুণতে হবে।  সচিব জানান, আগে যে মাশুল ছিল, তাতেই অনুমোদন পাওয়া গেছে।

এদিকে সংশ্লিষ্টরা জানান, মার্জারের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হবে আদালতেই। তরঙ্গ একীভূত করতে ৫০৭ কোটি টাকা খরচ হতে পারে বলে ওই সময় জানিয়েছিলেন কর্মকর্তারা। বিটিআরসি জানায়, ২০১১ সালে টুজি লাইসেন্স নবায়নে প্রতি মেগাহার্টজ তরঙ্গের যে মূল্য ছিল তা হিসাব করেইে একীভূত তরঙ্গ মূল্য ৫০৭ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ৫ মেগাহার্টজ থ্রিজি তরঙ্গ একীভূত করতে কোনো ফি দিতে হচ্ছে না। বর্তমানে রবির ১৯ দশমিক ৮০ মেগাহার্টজ এবং এয়ারটেলের ২০ মেগাহার্টজ তরঙ্গ রয়েছে। এয়ারটেলের টুজি লাইসেন্সের মেয়াদ আছে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত। একীভূত হওয়ার পর যা হবে ৩৯ দশমিক ৮০ মেগাহার্টজ। বর্তমানে গ্রামীণফোনের রয়েছে ৩২ মেগাহার্টজ তরঙ্গ, যা অন্য সব অপারেটরের চেয়ে বেশি। রবি-এয়ারটেল মার্জার বা একীভূত করা নিয়ে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি গণশুনানি করে বিটিআরসি।

আরও পড়ুন

সর্বশেষ