শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়রিজার্ভ চুরির আরো সাড়ে ৪৩ লাখ ডলার ফেরত দিয়েছেন কিম অং

রিজার্ভ চুরির আরো সাড়ে ৪৩ লাখ ডলার ফেরত দিয়েছেন কিম অং

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে আরো প্রায় সাড়ে ৪৩ লাখ ডলার (২০০ মিলিয়ন পেসো) ফেরত দিয়েছেন ফিলিপাইনের ব্যবসায়ী কিম অং। ফিলিপাইনের অ্যান্টি-মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) কাছে গতকাল সোমবার নগদ ওই অর্থ জমা দেন তিনি। তবে ওই টাকা বাংলাদেশ ব্যাংকের, সেটির প্রমাণ না দেওয়া পর্যন্ত বাংলাদেশকে তা ফেরত দিবে না ফিলিপাইন। রিজার্ভ চুরি নিয়ে আজ মঙ্গলবার পঞ্চমবারের মতো ফিলিপাইনের সিনেটে শুনানি চলছে। শুনানিতে এই এ তথ্য জানান এএমএলসির নির্বাহী পরিচালক জুলিয়া বাকেই-আবাদ।

সিনেট কমিটির চেয়ারম্যান সিনেটর তোফিস্তো গুইনগোনার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জানি, কিম অং গতকাল ২০০ মিলিয়ন পেসো ফেরত দিয়েছেন। এ ব্যাপারে আমি নিশ্চিত। তিনি আরো বলেন, মহামান্য, বাংলাদেশের জনগণকে ফেরত দিতে ইস্টার্ন হাওয়াই লেজার কোম্পানি তার আইনজীবীর মাধ্যমে ২০০ মিলিয়ন পেসো এএমএলসির জিম্মায় রেখে গেছে। এর আগে গত ১ এপ্রিল ৪৬ লাখ ৩০ হাজার এবং ৫ এপ্রিল আরো প্রায় ৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার ফেরত দেন অং।

আরও পড়ুন

সর্বশেষ