শনিবার, মে ২৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়শফী নারীদের সম্পর্কে অত্যন্ত নোংরা ও জঘন্য কথা বলেছেন : শেখ হাসিনা

শফী নারীদের সম্পর্কে অত্যন্ত নোংরা ও জঘন্য কথা বলেছেন : শেখ হাসিনা

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

ওয়াজে নারীদের নিয়ে হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আল্লামা শফীর একটা কথা দুই-একদিন ধরে টেলিভিশনে দেখছি। আল্লামা শফী যা বলেছেন, তা অত্যন্ত জঘন্য। ইসলাম ধর্মে মেয়েদের সবচেয়ে বেশি স্বাধীনতা ও অধিকার দেয়া হয়েছে। তিনি নারীদের সম্পর্কে অত্যন্ত নোংরা ও জঘন্য কথা বলেছেন।’
শনিবার গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার অসন্তোষের কথা জানান।

হাটহাজারীতে হেফাজতে ইসলামের আমিরের ওই ওয়াজের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহল থেকে এর তীব্র সমালোচনা, প্রতিবাদ ও নিনাদার ঝড় ওঠে। বিভিন্ন সংগঠন মানববন্ধন ও সমাবেশ করে আল্লামা শফীকে ক্ষমা চাইতে বলে।

শেখ হাসিনা বলেন, ‘পোশাক হতে হবে স্থান, কাল ও পাত্র বিবেচনা করে। তার কি মা নেই, উনি কি মায়ের পেট থেকে জন্মাননি? তার কি বোন-স্ত্রী নেই? আমাদের মা-বোন-স্ত্রীদের সম্মান তো আমাদের রক্ষা করতে হবে।’
সম্প্রতি ফেসবুকে প্রকাশিত হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী নারীদের স্বাধীনতা, শিক্ষা ও চাকরি সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে বক্তব্য দিচ্ছেন একটি ওয়াজ মাহফিলে। ওয়াজে নারীদের তেঁতুলের সঙ্গে তুলনা করেছেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ