শনিবার, জুন ১, ২০২৪
প্রচ্ছদজাতীয়সাকা-মুজাহিদের রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সাকা-মুজাহিদের রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজের  পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপীল বিভাগ। বৃহস্পতিবার বিকালে দুজনের রায় পৃথকভাবে প্রকাশ করা হয়। রায় প্রকাশের পর সেটি ট্রাইব্যুনালে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে সুপ্রীম কোর্টের রেজিষ্টার অফিস। জানা গেছে, বৃহস্পতিবার বিকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায়ে চার বিচারপতি স্বাক্ষর করেন ।রিভিউ খারিজের রায়ে স্বাক্ষরকারী চার বিচারপতি হলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রায়ের কপি আজই কারাগারে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ