রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদখেলার সময়জিম্বাবুয়ের বিরুদ্ধে জোড়া অর্ধশত করেন তামিম ও ইমরুল

জিম্বাবুয়ের বিরুদ্ধে জোড়া অর্ধশত করেন তামিম ও ইমরুল

বাংলাদেশ দলের প্রথম উইকেটের পতন ঘটল। ২৯.৩ ওভারে দলীয় ১৪৭ রানে ও ব্যক্তিগত ৭৩ রানে বিদায় নিয়েছেন ইমরুল কায়েস। উইকেট থেকে বের হয়ে সিকান্দার রাজার বল তুলে মারতে গিয়ে স্টাম্পিং হয়ে মাঠ ছাড়েন তিনি। এর আগে জিম্বাবুয়ের বিরুদ্ধে জোড়া অর্ধশত রান করেন উদ্বোধনী জুটি তামিম ইকবাল ও ইমরুল কায়েস। তামিম ৭০ ও কায়েস ৭৬ বলে নিজ নিজ অর্ধশত পূর্ণ করেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে কায়েসের এটি টানা দ্বিতীয় অর্ধশত। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মাশরাফিরা।ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর একটায় ওপেন করতে নামেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ৩০ ওভারে এক উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করেছে। তামিম ৭০ ও মুশফিকুর ১ রানে  ব্যাট করছেন। বাংলাদেশের একটাই লক্ষ্য- জিম্বাবুয়েকে ৩-০তে হোয়াইটওয়াশ করা।এর আগে প্রথম ম্যাচে সাকিব-মুশফিকের নৈপুন্যে ১৪৫ রানে সফরকারীদের হারায় স্বাগতিকরা। সাকিববিহীন দ্বিতীয় ম্যাচে ৫৮ রানের জয় পায় মাশরাফি বাহিনী। টানা দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া। স্বভাবতই হতাশ জিম্বাবুয়ে। মঙ্গলবার তারা অনুশীলনেই আসেনি। দ্বিতীয় ম্যাচ হেরে যাওয়ার পর এল্টন চিগুম্বুরা বলেন, ‘২৪০ রান টপকানো সম্ভব। সেটা না করতে পেরে হতাশ আমরা।’ জিম্বাবুয়ের বোলাররা এখন পর্যন্ত ভালো করেছেন। কিন্তু ব্যাটসম্যানদের কেউ বড় স্কোর করতে পারছেন না।বাংলাদেশ একাদশ : মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, আল আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।
আরও পড়ুন

সর্বশেষ