শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদটপআলভীর ‘ঢাকা টু নোয়াখালী’

আলভীর ‘ঢাকা টু নোয়াখালী’

বিনোদন ডেস্কঃ(বিডি সময় ২৪ ডটকম

গ্রামে কোনদিন ঈদ করেননি বলে ঢাকার শিল্পপতি রফিকের একমাত্র মেয়ে রানুর গ্রামে ঈদ করার ইচ্ছা হয়েছে। কিন্তু কার গ্রামে যাওয়া যায় এ নিয়ে তার চিন্তার শেষ নেই। পরে তার বাবার কোম্পানিতে চাকরি করে স্মার্ট, শিক্ষিত, নম্র, ভদ্র, বিশ্বাসী নোয়াখালীর ছেলে শফিকের গ্রামে যায়। শফিকদের বাড়ির আতিথেয়তা এবং গ্রামের পরিবেশ সবকিছু রানুকে মুগ্ধ করে। যখন রানু আর শফিকের প্রেমের হিমেল বাতাস ঘনীভূত হতে লাগলো ঠিক তখনই ঝড়ো হাওয়া এসে সবকিছু ওলট-পালট করে দেয়। একটি ঘটনার মধ্য দিয়ে রানুর বাবা রফিক ও শফিকের বাবা আবুলের পুরনো বন্ধুত্ব নতুন করে জোড়া লাগে। এভাবেই এগিয়ে যায় ‘ঢাকা টু নোয়াখালী’র কাহিনী। রিন্টু আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটকে রানু চরিত্রে আলভী অভিনয় করেছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, সময়ের গতানুগতিক অন্যান্য নাটকের তুলনায় ‘ঢাকা টু নোয়াখালী’ একটু আলাদা। নাটকটি সব শ্রেণীর দর্শক দ্বারা সমাদৃত হবে বলেও মনে করেন তিনি। বিনোদনের পাশাপাশি নাটকটিতে মেসেজও রয়েছে। প্রতিবেদন হাউজ প্রযোজিত এ নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ড. ইনামুল হক, দিলারা জামান, লিটু আনাম, হিমেল হাফিজ, আনিস, সাবিহা জামান, লিমা বিশ্বাস, সুলতানা চৌধুরী, মুক্তা, শামিম, মারুফ প্রমুখ। এছাড়া আসছে ঈদের আরও কয়েকটি নাটক আলভীর উপস্থিতি দেখা যাবে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ