শুক্রবার, মে ২৪, ২০২৪
প্রচ্ছদখেলার সময়২৪৮ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা

২৪৮ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে প্রথম দিনে ২৪৮ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ৮৩.৪ ওভারে এ রান তুলে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ২ ওভারে ৭ রান তুলে টাইগাররা। আলো স্বল্পতার কারণে দিনের ৪ ওভার বাকি থাকতে খেলা শেষ হয়ে যায়। টস জিতে ব্যাট করতে নেমে তেমন একটা সুবিধা করতে পারেনি সফরকারীরা। প্রোটিয়া ব্যাটসম্যান বাভুমা করেন সর্বোচ্চ ৫৪ রান। দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি থেকে আসে ৫৮ ও তৃতীয় উইকেট জুটিতে ৭৮ রানের পর আর কোন বড় জুটিই গড়তে পারেনি তারা।বাংলাদেশ দলের অভিষিক্ত বোলার মুস্তাফিজ ৪ ও জুবায়ের লিখন ৩ উইকেট নিয়ে প্রোটিয়া শিবিরে ধস নামান। টেস্টে অভিষেক ম্যাচে দক্ষিণ আফ্রিকার মিডলওর্ডার গুড়িয়ে দেন মোস্তাফিজ। এক ওভারেই নেন তিন উইকেট। নিজের ১৪তম ওভারে এসে পর পর দুই বলে হাশিম আমলা ও জেপি ডুমিনিকে সাজঘরে ফেরান তিনি। মাঝখানে এক বল বিরতি দিয়ে চতুর্থ বলে আবারও আঘাত হানেন বাংলাদেশের এই উদিয়মান পেসার। জেপি ডুমিনির পর শূন্য রানে ফেরান ডি কুককেও। আর আমলাকে ফেরান ব্যক্তিগত ১৩ রানে। ওয়ানডের পর টেস্টে আশা জাগিয়েও হ্যাটট্রিকের দেখা পেলে না এই তরুণ তুর্কি। এরপর ৮৪তম ওভারে প্রোটিয়াদের একমাত্র হাফসেঞ্চুরিয়ান বাভুমাকে তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের পতন ঘটান।টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনের শুরুতে প্রোটিয়াদের মিডলওর্ডার গুড়িয়ে দিয়ে প্রথম দিনটি বাংলাদেশের করে নেন ডেবু মোস্তাফিজই।মোস্তাফিজের পর ৭১তম ওভারে দিনের প্রথম সাফল্য পান লেগ স্পিনার জোবায়ের লিখন। ভারনুন পিলান্ডারকে ব্যক্তিগত ২৪ রানে উইকেটের পেছনে স্লিপে সাকিবের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান। এরপর ৮০তম ওভারেই দ্রুত আরো দুই উইকেট তুলে নেন জুবায়ের। সিমন হারমারকে ব্যক্তিগত ৯ ও ডেইল স্টেইনকে ২ রানে সাজঘরে ফেরান এই লেগ স্পিনার।এর আগে দ্বিতীয় সেশনে ৪৭ ও ৪৮তম ওভারে দ্রুত দুই উইকেট হারায় প্রোটিয়ারা। ৪৬.৫ ওভারে তাইজুলের বলে পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন এলগার (৪৭)। পরের ওভারে সাকিবের প্রথম বলে লেগবিফোর হয়ে ক্রিজ ছাড়েন ডুপ্লেসিস (৪৮)। অর্ধশতক থেকে মাত্র তিন ও দুই রান বাকি থাকতে দুই সেট ব্যাটসম্যানকে বিদায় করে খেলায় নিজেদের আধিপত্য ফিরিয়ে আনে টাইগাররা।টস জিতে প্রথম সেশনে ২৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করেছিল সফরকারীরা।মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক হাসিম আমলা। দলের হয়ে ওপেন করতে মাঠে নামেন এলগার এবং ভন জিল। তাদের জুটিতে আসে ৫৮ রান। এরপরই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং শিবিরে বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যক্তিগত ৩৪ রান করে রিয়াদের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ভন জিল।দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ২ ওভারে ৭ রান তুলে টাইগাররা। এরপর মেঘে ঢাকা আকাশে আলো স্বল্পতার কারণে দিনের ৪ ওভার বাকি থাকতে খেলা সমাপ্তি ঘোষণা করেন আম্পায়ারা।সফরে বাংলাদেশের কাছে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে দক্ষিণ আফ্রিকা পরাজিত হলেও টোয়েন্টি২০ ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল তারা।
আরও পড়ুন

সর্বশেষ