রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদরাজনীতিমানহানির মামলায় তারেক-ফখরুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মানহানির মামলায় তারেক-ফখরুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে একটি মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ২০ জানুয়ারি মঙ্গলবার এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার ছাদাতের আদালত। আগামী ৫ মার্চ গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। আওয়ামী লীগকে ‘কুলাঙ্গারের দল’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কুলাঙ্গার দলের নেত্রী’ বলায় গত বছরের ৮ সেপ্টেম্বর তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেছিলেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। ওইদিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরফান উল্লাহ বাদীর জবানবন্দি গ্রহণ করে ঘটনাটি তদন্ত করে ২০ অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দিতে পল্টন থানার ওসিকে নির্দেশ দেন। এরপর কয়েক দফা সময় বাড়িয়ে নিয়ে মঙ্গলবার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পল্টন থানা পুলিশ। প্রতিবেদনে ঘটনাটির সত্যতা পাওয়ায় এজাহার হিসেবে মামলাটি গ্রহণ করা হয়েছে বলে জানানো হলে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ