সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদরাজনীতিচলমান রাজনৈতিক সংকট নিরসনে নিজেই আলোচনার উদ্যোগ নেবেন এরশাদ

চলমান রাজনৈতিক সংকট নিরসনে নিজেই আলোচনার উদ্যোগ নেবেন এরশাদ

চলমান রাজনৈতিক সংকট নিরসনে নিজেই আলোচনার উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ। রাজনৈতিক সহিংসতার শিকার দগ্ধদের চিকিৎসার খোঁজ-খবর নিতে সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান জাপা চেয়ারম্যান। হাসপাতাল থেকে বের হওয়ার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।  সাবেক রাষ্ট্রপতি বলেন, ক্ষমতাকে কেন্দ্র করে দেশে মানুষ মরছে-পুড়ছে। রাজনৈতিক এমন সংকট নিরসনে রাজনৈতিক নেতাদের আলোচনায় বসা উচিৎ।আলোচনার জন্য তিনি  নিজেই উদ্যোগ নেবেন জানিয়ে বলেন,  রাজনীতি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। কীভাবে রাজনীতি পরিচলনা করা যায় সেই বিষয় নিয়ে আমাদের বসে সিদ্ধান্ত নেয়া উচিত।এরশাদ বলেন, জনগণ এই অভিশপ্ত রাজনীতি থেকে মুক্তি চায়। বর্তমানে মানুষ মারার নামে যে রাজনীতি চলছে তা বন্ধ করতে হবে। যে রাজনীতি জনগণকে কষ্ট দেয়, মানুষের সুখ কেড়ে নেয়, সেই রাজনীতি জনগণ কখনো চায় না।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চেষ্টা করছি জনগণের স্বার্থে ক্ষমতায় আসতে।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ