বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদরাজনীতি খালেদা জিয়ার সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত ড. সাইদ বিন হাজর আল শাহী। ৩০ নভেম্বর রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশান বাসভবনে সাক্ষাৎ করতে আসেন ইউএই রাষ্ট্রদূত ড. সাইদ বিন হাজর আল শাহী। এরপর বিএনপি চেয়ারপারসনের সঙ্গে রাষ্ট্রদূতের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি চলে রাত সোয়া ৯টা পর্যন্ত। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়। এ সময় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আরো উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মুবিন চৌধুরী (বীর বিক্রম) ও আরেক উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।
আরও পড়ুন

সর্বশেষ