শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী আর নেই

বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী আর নেই

স্বাধীনতা পদক প্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী আর নেই। বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গসংগীত উৎসবের মঞ্চে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়‍া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ৩০ নভেম্বর রোববার রাত ৮টা ৪০ মিনিটে আর্মি স্টেডিয়ামে চলমান বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের চতুর্থ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা রাখার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। ক্যান্টমেন্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান  শিল্পী কাইয়ুম চৌধুরীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। এর আগে উচ্চাঙ্গসংগীত উৎসবের আয়োজকরা জানান, বক্তৃতা করার সময় শিল্পী কাইয়ুম চৌধুরী হঠাৎ মাথা ঘুরে পড়ে যেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় মাথার পেছনে আঘাত পান তিনি।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ