শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদরাজনীতিজামায়াতে ইসলামীর প্রথম দফার হরতাল শুরু

জামায়াতে ইসলামীর প্রথম দফার হরতাল শুরু

সারা দেশে জামায়াতে ইসলামীর ডাকা প্রথম দফার টানা ২৪ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে কাল শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত প্রথম দফায় এই হরতাল দেওয়া হয়েছে। এরপর দুই দিন বিরতি দিয়ে দ্বিতীয় দফায় আগামী রোববার ভোর ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টা হরতালের কর্মসূচি রয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে তিন দিন দুই দফায় সারা দেশে ৭২ ঘণ্টার হরতালের কর্মসূচি দিয়েছে দলটি। গতকাল বুধবার নিজামীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার এক ঘণ্টার মধ্যে হরতালের কর্মসূচি ঘোষণা করে জামায়াত।

নিজামীর ফাঁসির রায় ঘোষণার প্রতিবাদে ও হরতালের সমর্থনে গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় জামায়াত-শিবিরের কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, সিলেট ও রাজশাহীতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ছিলেন বেশি সহিংস। সেসব জায়গায় গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন প্রায় অর্ধশত।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ