শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়নির্বাচনের পর দেশের স্থিতিশীলতা বজায় থাকার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন বান কি...

নির্বাচনের পর দেশের স্থিতিশীলতা বজায় থাকার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন বান কি মুন

জাতিসংঘের সাধারণ অধিবেশনে সংস্থার মহাসচিব বান কি মুনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেলা এগারোটা থেকে পৌনে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ অধিবেশনে  প্রধানমন্ত্রীর কর্মসূচির বর্ণনা দেন। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।বৈঠকে মধ্যবর্তী নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে কোনো কথা হয়নি। বরং জাতিসংঘ মহাসচিব ৫ জানুয়ারির নির্বাচনের পর দেশের স্থিতিশীলতা বজায় থাকার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বিশ্বাস না হলে আপনারা জাতিসংঘ মহাসচিবকে জিজ্ঞাসা করে নিতে পারেন। এছাড়া নিউইয়র্ক সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, উভয় নেতার বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিস্তা সহ অন্যান্য সব অমীমাংসিত ইস্যু সমাধানের আশ্বাস দিয়েছেন মোদী।

মোদী আরও বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশ বানায়া, উসকো বেটি বাংলাদেশ বাঁচায়া।  প্রতিবেশী দেশগুলোর  মধ্যে বাংলাদেশ তার এক নম্বর অগ্রাধিকার বলেও বৈঠকে উল্লেখ করেন মোদী। পাশাপাশি দক্ষিণ এশিয়ার একসাথে এগিয়ে যাওয়ার ব্যাপারেও মোদী শেখ হাসিনার সহযোগিতা চেয়েছেন। বৈঠকে প্রধানমন্ত্রী মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে উনি তা গ্রহণ করেন। তবে মোদীর সফরের দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ব্রিফিংয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন নেতৃত্বাধীন আইএস বিরোধী জোটে বাংলাদেশের যোগ দেয়ার কোনো সম্ভাবনা নেই।

আরও পড়ুন

সর্বশেষ