শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েচট্টগ্রাম বিভাগঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে আলেখারচর বিশ্বরোড এলাকা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর  বলেন, সোমবার রাত ১টার দিকে দুর্ঘটনা কবলিত একটি লরিকে উদ্ধার করতে গিয়ে দাউদকান্দির দৌলতপুর এলাকায় মহাসড়কের উপর একটি রেকার আটকে যায়। এ কারণে সড়কের দু’পাশে রাত থেকে শত শত যানবাহন আটকে পড়ে যানজটের সৃষ্টি হয়। রেকারটি সরানো হলেও যানজট এখনো রয়েছে। এছাড়া মহাসড়কে প্রচুর যানবাহনের চাপও রয়েছে। আমরা যানজট নিরসনের চেষ্টা করছি।

এদিকে, দাউদকান্দি এলাকায় যানজটের কারণে ঘরমুখো মানুষের পাশাপাশি মহাসড়কে আটকে পড়েছে পশু ও পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি অতিরিক্ত জেলা পুলিশ কাজ করছে বলে জানান তিনি। অন্যদিকে, ময়নামতি এলাকায়ও প্রচুর যানবাহনের চাপ রয়েছে। মহাসড়কের এ অংশে থেমে থেমে যানবাহন চলাচল করছে। এ বিষয়ে ময়নামতি হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অমল চন্দ্র দাস  বলেন, মহাসড়কে প্রচুর যানবাহনের চাপের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে যান চলাচল একবারে থেমে নেই, ধীরে ধীরে চলাচল করছে।

আরও পড়ুন

সর্বশেষ