সোমবার, মে ২০, ২০২৪
প্রচ্ছদজাতীয়ফারুকী হত্যার তদন্ত ভুল পথে করতে চাই না : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

ফারুকী হত্যার তদন্ত ভুল পথে করতে চাই না : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

চ্যানেল আইয়ের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকীর শত্রু আছে তা বিশ্বাস করতে চান না স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমার বিশ্বাস হয় না তার কোনো শত্রু আছে। আর তাই এ হত্যার তদন্ত ভুলপথে করতে চাই না।  রোববার সচিবালয়ে নিজ কক্ষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।

ফারুকী হত্যাকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি হৃদয় বিদারক। এমন কেউ নেই তাকে চেনেন না। আমরা ভুল পথে তদন্ত করতে চাই না। অনেকক্ষণ ধরে বাসায় থেকে ঠাণ্ডা মাথায় তাকে খুন করা হয়েছে। তাই মোটিভ কী সঠিকভাবে তদন্ত করতে চাই। শিগগিরই সঠিক তথ্য জনসম্মুখে তুলে ধলবো। আসাদুজ্জামান খান কামাল হরতাল প্রসঙ্গে বলেন, হরতাল হচ্ছে না। আর হরতালের প্রয়োজনও নেই। যারা খুন করেছে তাদের আমরা ঘৃণা করি। শিগগিরই গ্রেফতার করা সম্ভব হবে।

গত ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় গলা কেটে হত্যা করা হয় চ্যানেল আইয়ের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে। হত্যাকাণ্ডের পর তিনজনকে পুলিশ গ্রেফতারও করেছে। আর এ ঘটনায় রোববার আধাবেলা হরতাল পালন করেছে ফারুকীর সমর্থক ইসলামী ছাত্র সেনা।

আরও পড়ুন

সর্বশেষ