শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনভিডিও ফুটেজ দেখে শিবির কর্মী গ্রেফতার

ভিডিও ফুটেজ দেখে শিবির কর্মী গ্রেফতার

৫ জানুয়ারি নির্বাচনের আগে ও পরে বিভিন্ন নাশকতার ভিডিও ফুটেজ দেখে মো. আব্দুল্লাহ প্রকাশ মারুফ (২০) নামে শিবিরের এক সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে বাকুলিয়া থানা পুলিশ। সোমবার রাত ১১টার দিকে নগরীর মিয়াখান নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি চলতি বছর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাশ করেছেন। বাকুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন  তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানান, ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে ও পরে যেসব নাশকতা হয়েছে এগুলোর মধ্যে ভিডিও ফুটেজে আব্দুল্লাহ প্রকাশ মারুফের অংশগ্রহণ দেখতে পাওয়া যায়। এছাড়া, তিনি নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের শিবিরে যোগ দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ