রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদরাজনীতিতারেকের শ্বশুরের দোয়া মাহফিলে যোগ দিয়েছেন খালেদা

তারেকের শ্বশুরের দোয়া মাহফিলে যোগ দিয়েছেন খালেদা

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ও বড় ছেলে তারেক রহমানের শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বাদ মাগরিব মরহুমের ধানমন্ডি আ/এ এর বাসভবনে তার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত পবিত্র কোরআনখানি ও দোয়া মাহফিলে যোগ দেন তিনি।

এ সময় খালেদার সঙ্গে উপস্থিত ছিলেন-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, ভাইস চেয়ারমান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান, আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, যুবদল সভাপতি সৈয়দ মোয়োজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপি নেতা সানাউল্লাহ নীরু, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান প্রমুখ। যোগ দেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও।

দোয়া মাহফিলে ২০ দলীয় জোটের শরিক দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, ভাইস চেয়ারম্যান আবুল হাসনাত আমিনী, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তুজা, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ। উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক, কাইয়ূম চৌধুরী ও তারেক রহমানের দুই মামীও।

১৯৮৪ সালের ৬ আগস্ট কুর্মিটোলায় বিধ্বস্ত বাংলাদেশ বিমানের উদ্ধার অভিযান তদারকির সময় অসুস্থ হয়ে সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মাহবুব আলী খান।

আরও পড়ুন

সর্বশেষ