মঙ্গলবার, মে ১৪, ২০২৪
প্রচ্ছদরাজনীতিপ্রয়োজন হলে রাস্তায় নামবো তবুও সরকারের ব্যর্থতা তুলে ধরবো : এরশাদ

প্রয়োজন হলে রাস্তায় নামবো তবুও সরকারের ব্যর্থতা তুলে ধরবো : এরশাদ

সরকারের ‍বিরুদ্ধে রাজপথে নামার হুমকি দিলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। হুমকি দিয়ে তিনি বলেছেন, প্রয়োজন হলে রাস্তায় নামবো। তবুও সরকারের ব্যর্থতা তুলে ধরবো। শনিবার দুপুরে জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে শরীয়তপুর জেলা জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এরশাদ বলেন, এ সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারেনি। তাই, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। খুন এবং গুমের কারণে বাংলাদেশ এখন কলঙ্কিত দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। তিনি বলেন, আন্দেলন হবে নিয়মতান্ত্রিকভাবে। গাড়ি পুড়বো না, মানুষ মারবো না। তিনি বিএনপি ও জামায়াতের সহিংস আন্দোলনের সমালোচনা করে বলেন, এর আগে যারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে, তাদের জন্য আল্লাহর আরশ কেঁপে উঠেছে। তাই, দলটি ক্ষমতায় যেতে পারেনি।

জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু. প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ