রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনস্ত্রীকে মারধরের অভিযোগে যৌতুকলোভী স্বামীর তিন বছরের কারাদণ্ড

স্ত্রীকে মারধরের অভিযোগে যৌতুকলোভী স্বামীর তিন বছরের কারাদণ্ড

যৌতুকের লোভে স্ত্রীকে মারধরের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় মো. মিজানুর রহমানকে (৪৫) তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করেছেন আদালত। সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের ১ জুন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৃত মনিরুল হকের ছেলে মিজানুর রহমানের সঙ্গে নগরীর বন্দর থানার মধ্যম হালিশহর এলাকার মোহাম্মদ আলী খানের মেয়ে সাথী আক্তার রুনার বিয়ে হয়। বিয়ের প্রায় ১৪ বছর পর ২০০৯ সালের ৫ জুলাই মিজানুর রহমান এক ল‍াখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে গুরুতর আহত করেন। এ ঘটনায় সাথী আক্তার রুনা বাদী হয়ে ২০০৯ সালের ১২ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ধারায় আদালতে একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় বিচার বিভাগীয় তদন্ত শেষে আদালত ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি আসামি মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মোট ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এ রায় দেন। আসামি মিজানুর রহমান বর্তমানে পলাতক আছেন।

আরও পড়ুন

সর্বশেষ