শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদআরো খবর......রাষ্ট্রপতি-বান কি মুনের বৈঠক বৃহস্পতিবার

রাষ্ট্রপতি-বান কি মুনের বৈঠক বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট। জি-সেভেনটি সেভেন ও চায়নার ৫০তম বার্ষিকী এবং সম্মেলনে যোগদান শেষে বলিভিয়া থেকে সোমবার রাতে (বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ১১টা) নিউইয়র্কে পৌঁছান তিনি। নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত একে আবদুল মোমেন।  বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি নিউইয়র্কের ম্যানহাটনে গ্রান্ড হায়াট হোটেলে পৌঁছেছেন ।

রাষ্ট্রপতি আগামী বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তর পরির্দশন ও মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করবেন বলে  জানিয়েছেন একেএম আব্দুল মোমেন। এছাড়া, কিশোরগঞ্জ জেলা সমিতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে আয়োজিত আলাদা দু’টি সংবর্ধনা সভায় যোগ দেবেন আবদুল হামিদ। আগামী ২১ জুন রাষ্ট্রপতির দেশে ফেরার কথা।

আরও পড়ুন

সর্বশেষ