বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদজাতীয়মোহাম্মদপুরে বিহারিদের বিক্ষোভ

মোহাম্মদপুরে বিহারিদের বিক্ষোভ

মিরপুরের কালশীর বিহারি ক্যাম্পের ঘটনায় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিক্ষোভ করছে স্থানীয় বিহারি বাসিন্দারা। শনিবার ভোরে কালশীতে অগ্নিসংযোগ ও সংঘর্ষে ১০ জন হত্যাকাণ্ডের ঘটনায় রোববার দুপুর সোয়া ১২টার দিকে তারা তাদের ক্যাম্পের সামনে বিক্ষোভ শুরু করে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোহাম্মদপুর বিহারি ক্যাম্পের সামনে কয়েক প্লাটুন পুলিশ ও এপিসি মোতায়েন করা হয়েছে।

তেজগাও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব সরকার জানান, শনিবার কালশীর ঘটনায় নিহত ১০ জনের জানাজায় মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পের বাসিন্দারা দল বেধে মিরপুরে যাবে বলে জানা যায়। এজন্য তাদের বিক্ষোভ ও সংঘর্ষ এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্তা নেওয়া হয়েছে। পবিত্র শবে বরাতের রাতে পটকা ফোটানোকে কেন্দ্র করে শনিবার ভোরে স্থানীয়, বিহারি ও পুলিশের সংঘর্ষে একই পরিবারের ৯ জনসহ ১০ জন নিহত হন।

আরও পড়ুন

সর্বশেষ